গ্রামীণফোনের কলচার্জ ছাড়াই নেপালে যোগাযোগের সুবিধা
হতাহত দের খোজ নিতে নেপালে বিনামূল্যে কল করার সুযোগ
নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে হতাহতদের খোঁজ নিতে কলচার্জ ছাড়াই যোগাযোগের সুযোগ দিচ্ছে বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন। আগামী ১৪ মার্চ পর্যন্ত নেপালের যেকোনো নম্বরে যোগাযোগের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়।
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্তে হতাহতের ঘটনায় সে দেশে বিনামূলে ফোন করার অফার দিয়েছে দেশের শীর্ষ স্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
সোমবার রাতে গ্রামীণফোনের ভেরিভাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়- ‘নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের খোঁজ নিতে আপনার গ্রামীণফোন নম্বর থেকে কোনো কলচার্জ ছাড়াই ১৪ মার্চ পর্যন্ত যোগাযোগ করতে পারবেন নেপালের যেকোনো নম্বরে।’
উল্লেখ্য, সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ৪ ক্রু ও ৬৭ আরোহীবাহী বাংলাদেশি বেসরকারি এ বিমানটি বিধ্বস্ত হয়। এতে সর্বশেষ ৫০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো ২১ যাত্রী।
No comments