• Breaking News

    The world's most expensive 10 fruits পৃথিবীর সবচেয়ে দামী ১০ টি ফল।

    পৃথিবীর সবচেয়ে দামী ১০ টি ফল।


    The world's most expensive 10 fruits পৃথিবীর সবচেয়ে দামী ১০ টি ফল।
    পৃথিবীর সবচেয়ে দামী ১০ টি ফল।
    আপনি এক কেজি আপেল কত টাকায় কিনবেন? সর্বোচ্চ দেড়শ দুশো টাকায়। এর কম হবে তো বেশি হবে না। কিন্তু আপনি যদি জাপানের সেকাই ইচি আপেল কিনতে যান আপনাকে একটার জন্য গুনতে হবে প্রায় ১৬০০ টাকা। জী হ্যাঁ, একটা আপেল ১৬০০ টাকা দাম!
    The world's most expensive 10 fruits পৃথিবীর সবচেয়ে দামী ১০ টি ফল।
    আজ আপনাদের দেখাবো এমন কিছু ফল যেগুলো কিনতে হলে এক দু মাস না খেয়েই কাটাতে হবে আপনাকে। চলুন জেনেনি পৃথিবীর কিছু দুর্লভ ও অত্যন্ত মূল্যবান ফল সম্পর্কে।
    ১। বুদ্ধ আকৃতির নাশপাতি। 

    The world's most expensive 10 fruits পৃথিবীর সবচেয়ে দামী ১০ টি ফল।
    চায়নার এক স্থানীয় কৃষক এই নাশপাতি উৎপাদন করে। তিনি এই নাশপাতিকে এই বিশেষ আকৃতি দেয়ার জন্য ছাঁচ ব্যবহার করেন। এই একজোড়া নাশপাতির দাম প্রায় ১৪০০ টাকা।
    ২। সেকাই ইচি আপেল।

    The world's most expensive 10 fruits পৃথিবীর সবচেয়ে দামী ১০ টি ফল।
    এটা সাধারণ কোন আপেল নয়। এগুলো দানব সাইজের আপেল। এগুলোর একটার ওজন প্রায় ২ পাউন্ড এবং দাম ১৬০০ টাকা। এই টাকায় আপনি সাধারণ ১০ কেজি আপেল কিনে ফেলতে পারবেন। এই আপেল জাপানে উৎপাদন করা হয়।
    ৩। ডেকোপোন কমলা।

    The world's most expensive 10 fruits পৃথিবীর সবচেয়ে দামী ১০ টি ফল।
    এটা লেবুবর্গীয় একটা ফল। আপনি যদি কমলা পছন্দ করে থাকেন তাহলে এই ফল আপনার জন্যই। মানা হয় এই ডেকোপোন পৃথিবীর সবচেয়ে মিষ্টি কমলা। আর তাই এদের দামও আকাশচুম্বী। সাধারণত হাফ ডজন কমলার দাম রাখা হয় ৬৫০০ টাকা।
    ৪। সেম্বিকিয়া কুইন স্ট্রবেরি।
    The world's most expensive 10 fruits পৃথিবীর সবচেয়ে দামী ১০ টি ফল।
    পৃথিবীর সবথেকে সুন্দর স্ট্রবেরি হল এই সেম্বিকিয়া কুইন। এদের রঙ একদম লাল এবং পাতা গাঢ় সবুজ। এর গায়ে সুন্দরভাবে ফুটে থাকে বীজগুলি। এগুলো এতোই সুন্দর যে আপনি এগুলো খেয়ে ফেললে আফসোস করবেন। এক ডজন এই স্ট্রবেরির দাম প্রায় ৭০০০ টাকা।
    ৫। চারকোণা তরমুজ।
    The world's most expensive 10 fruits পৃথিবীর সবচেয়ে দামী ১০ টি ফল।
    এই বিশেষ আকৃতির তরমুজও জাপানে উৎপাদন করা হয়। এদের চাষের সময় বক্সে রেখে এই বিশেষ আকৃতি দেয়া হয়। ২০১৪ সাল থেকে জাপান এটা বিশ্বে রপ্তানি করছে। এই বিশেষ আকৃতির তরমুজের দাম প্রায় ৮০০ ডলার বা ৬০,০০০ টাকা। তবে মানুষ এই তরমুজ খাওয়ার চেয়ে ঘর সাজানোর জন্য বেশি কিনে থাকে। আপনি চাইলে এই কোম্পানি আপনাকে হৃদয় কিংবা ত্রিভুজ আকৃতির তরমুজও সরবরাহ করতে পারবে।
    ৬। হেলিগানের হারানো বাগানের আনারস।

    The world's most expensive 10 fruits পৃথিবীর সবচেয়ে দামী ১০ টি ফল।
    ইংল্যান্ডে আনারস খুবই দুষ্প্রাপ্য। এখানে কেবল হেলিগানের হারানো বাগানে এই ফল চাষ হয়। তাই এক একটা আনারসের জন্য স্থানীয় মানুষকে গুনতে হয় প্রায় ১৬০০ ডলার, যা বাংলাদেশী টাকায় লাখেরও উপরে।  
    ৭। টোমাগো আম।
    The world's most expensive 10 fruits পৃথিবীর সবচেয়ে দামী ১০ টি ফল।
    এই আমের নামের অর্থ ডিম্বাকৃতির আম। জাপানে এক কোম্পানি এই ডোল আম উৎপাদন করে। তবে এই আম অন্যান্য ডোল আমের চেয়ে আলাদা। এই আমের ওজন ৩৫০ গ্রামের বেশি হয় না। আর এতে চিনি কম থাকে। এই বিশেষভাবে উৎপাদিত আমের এক জোড়ার দাম রাখা হয় ৩০০০ ডলার অর্থাৎ প্রায় আড়াই লক্ষ টাকা।
    ৮। রুবি রোমান আঙ্গুর।

    The world's most expensive 10 fruits পৃথিবীর সবচেয়ে দামী ১০ টি ফল।
    এই দুর্লভ ফলটিরও আবাস জাপান। ২০০৮ সাল থেকে এই আঙ্গুর উৎপাদন শুরু হয়। এই রুবি পাথরের রঙের আঙ্গুরের সাইজ হয় এক একটা পিংপং বলের মত। সাধারণত মানুষজন এই আঙ্গুরের একটা তোড়ার জন্য ৯০০ ডলার খরচ করে থাকে। তবে বর্তমানে এই আঙ্গুরের দাম পড়বে এক পাউন্ড প্রায় ৪০০০ ডলার অর্থাৎ ৩ লক্ষ টাকার উপরে।  
    ৯। দেনসুকে তরমুজ।

    The world's most expensive 10 fruits পৃথিবীর সবচেয়ে দামী ১০ টি ফল।

    সাধারণ তরমুজের চেয়ে এই তরমুজ অনেকটা বড় এবং এর ওজন প্রায় ২৪ পাউন্ড। জাপানের হোক্কাইডো দ্বীপে এই তরমুজ চাষ হয় এবং বছরে মাত্র ১০,০০০ টা তরমুজ চাষ করা হয়। তাই এই তরমুজের দাম রাখা হয় ১০,০০০ ডলার। কেবল পৃথিবীজুড়ে কিছু ধনী ব্যক্তি এই তরমুজ ক্রয় করে থাকে।
    ১০। শৈল্পিক কলা।
    The world's most expensive 10 fruits পৃথিবীর সবচেয়ে দামী ১০ টি ফল।
    উপরের সকল ফলের চেয়ে এই কলা একটু আলাদা। এটা স্বাভাবিকভাবেই উৎপাদন করা হয় কিন্তু শিল্পীর শৈল্পিক হাত এটাকে শিল্পে রুপান্তর করে। আর আর্ট নিলামে এই কলা ধনীরা হাজার ডলারের বেশি দিয়ে কিনে নেয়। শুধুমাত্র এক সপ্তাহের ডিসপ্লের জন্য অনেক ধনীই চড়া দাম দিয়ে এই কলা কিনে ঘরে ফিরে।
    এই ফলগুলোর মধ্যে আপনার কাছে কোন ফলটি সবচেয়ে আকর্ষণীয় বলে মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। পোস্টটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad