• Breaking News

    Japan is one of the most amazing countries in the world!

    জাপান বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক একটি দেশ!

      জাপান বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক একটি দেশ!  জাপান বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক একটি দেশ!
    Japan is one of the most amazing countries in the world!
    জাপান- প্রশান্ত মহাসাগরের একদম পূর্ব কোণে ৬৮০০ টি দ্বীপ নিয়ে গড়ে ওঠা ছোট্ট একটি দেশ; কিন্তু এই দেশটি নিয়ে পৃথিবীজুড়ে মানুষের বিস্ময়ের সীমা নেই। প্রযুক্তির মুন্সিয়ানায় গোটা বিশ্বকে মাতিয়ে রেখেছে জাপানিরা, কিন্তু তাদের সাফল্যের দৌড় কেবল কাঠখোট্টা প্রযুক্তিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, শিল্প সাহিত্যে চিত্রকলা সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের ঈর্ষণীয় বিচরণ। 
    জাপানের চলচ্চিত্র অস্কার পেয়েছে, কুস্তির জগতে যুক্তরাষ্ট্রের পর তাদের দেশেই সবচেয়ে বেশি প্রসার, আবার পৃথিবীর সবচেয়ে ভয়ংকর সংঘবদ্ধ অপরাধ চক্রের তালিকায়ও মাফিয়ার পরই জাপানের দুর্ধর্ষ ইয়াকুজার অবস্থান! সূর্যোদয়ের দেশ জাপানের এমনই কিছু বিচিত্র মজার তথ্য নিয়ে আজকের এই আয়োজন।
    স্কুলে আদব-কায়দা শেখানো
    স্কুলে আদব-কায়দা শেখানোস্কুলে আদব-কায়দা শেখানো
    জাপানে শিশুদের স্কুলে পড়ালেখার পাশাপাশি আদব-কায়দা শেখানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে। গুরুজনদের সম্মান করা, মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া, সবাই মিলে কাজ করা ইত্যাদি শিক্ষা একদম ছেলেবেলায় জাপানিদের মনে গেঁথে দেওয়া হয়। স্কুলে ছাত্র-শিক্ষক নিজেরাই মিলেমিশে একসাথে ক্লাসরুম, ক্যাফেটেরিয়া ইত্যাদি পরিষ্কার করেন, কোন কাজকেই ছোট করে না দেখার অভ্যাস এখান থেকেই গড়ে ওঠে জাপানী শিশুদের।
    রাস্তায় কোন ডাস্টবিন থাকে না!
    রাস্তায় কোন ডাস্টবিন থাকে না!রাস্তায় কোন ডাস্টবিন থাকে না!
    জাপানের রাস্তায় কোন ডাস্টবিন থাকে না! এমনকি দেশটির কোথাও অন্যান্য দেশের মত বর্জ্যের ভাঁগাড় পর্যন্ত নেই, কারণ জাপানিরা সবরকম বর্জ্য রিসাইকেল করে ফেলে! যেগুলো রিসাইকেল করা সম্ভব না সেগুলো খুব সুশৃংখল একটি পদ্ধতির মধ্য দিয়ে ধ্বংস করে ফেলা হয়। ধূমপায়ীরা ব্যাগে করে ছাইদানি নিয়ে ঘুরেন, জাপানের রাস্তায় যে সিগারেটের ছাই পর্যন্ত ফেলা নিষিদ্ধ!
    টোকিও বিশ্বের সবথেকে নিরাপদ মহানগরী
    Tokyo is the safest metropolis in the worldTokyo Is The Safest Metropolis In The World
    ইকোনোমিক ইন্টেলিজেন্ট ইউনিট প্রকাশ করেছে যে টোকিও তথ্যপ্রযুক্তি এবং জীবনযাপনের জন্য সব থেকে নিরাপদ নগরী। এক্ষেত্রে টোকিও বিশ্বের প্রথম স্থান অধিকার করে আছেম সিঙ্গাপুর দ্বিতীয় এবং তৃতীয় স্থানটিও অধিকার করে আছে জাপানের ওসাকা  নগরী। 
    বিস্তারিত বিবরন
    বিস্তারিত বিবরনবিস্তারিত বিবরন
    জাপানে প্রচুর পরিমানে বিস্তারিত নির্দেশনা রয়েছে ফলে বিদেশিরা খুব সহজেই যে কোনো জিনিস বুঝে বা খুঁজে নিতে পারে।
    জাপানের বাচ্চাদের একই দিনে জন্মদিন
     জাপানের বাচ্চাদের একই দিনে জন্মদিনজাপানের বাচ্চাদের একই দিনে জন্মদিন
    ১৫ নভেম্বর জাপানের ৩,৫ এবং ৭ বছরের বাচ্চাদের জন্মদিন হিসাবে ধরা হয়।এ দিন তারা একটি বড় ধরনের উৎসব পালন করে থাকে।
    খাবারের ভিন্নতা
    খাবারের ভিন্নতাখাবারের ভিন্নতা
    জাপানে খাবারের ভিন্নতা এতটাই বেশী যে এখানে আপনি সাকুরা ফ্লেভারড মিষ্টি, চকলেট এমনকি লেগো ফ্যান দের জন্য লেগো আকৃতির খাবারের ও ব্যাবস্থা আছে লেগো ল্যান্ডে। 
    সকালে ব্যায়াম
    সকালে ব্যায়ামসকালে ব্যায়াম
    ছাত্র-ছাত্রী এবং চাকুরিজীবি তাদের সকাল শুরু করে ব্যায়ামের মাধ্যমে।এটি শুধুমাত্র তাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে না একে অপরের কাছে আসতেও সাহায্য করে।
    হাজার বছরের কোম্পানী
     হাজার বছরের কোম্পানীহাজার বছরের কোম্পানী
    জাপানে সম্পত্তি আইন খুব কড়া।এজন্য অন্য কেউ কারো সম্পত্তি দখল করতে পারে না।হোস্নি রিওকান নামের একটি হাজার বছরের পুরানো কোম্পানী একই পরিবারের ৪৬ প্রজন্ম ধরে চালিয়ে আসছে কোনো অসুবিধা ছাড়াই। 
    দ্রুত রাস্তা মেরামত
    Lightning-fast road repairsLightning-Fast Road Repairs
    ২০১৪ সালে একটি রাস্তাই ৪৫ ফুট গর্ত হয়ে যায় এবং অবিশ্বাস্য ভাবে এটি মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই ঠিক করে দেওয়া হয়।যেটা তৎকালীন সময়ে ইন্টারনেটে ভাইরাল হয়।
    গাড়ি রক্ষা কর্মী
     Caring maintenance workersCaring Maintenance Workers
    এ ধরনের কর্মীরা অন্যের গাড়িকে ঢেকে দেয়ার কাজ করে যাতে রাস্তায় কাজ করার সময় কোনো ময়লা না লাগে।
    বুলেট ট্রেন
     বুলেট ট্রেনবুলেট ট্রেন
    জাপানের দ্রুতগতির ট্রেনকে বলে বুলেট ট্রেন। এটি ঘন্টায় ২০০ মাইল বেগে চলতে পারে।ফলে জাপানিরা খুব কম সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে।
    সবজির শিল্পকর্ম
     সবজির শিল্পকর্মসবজির শিল্পকর্ম
    জাপানের অন্যতম একটি বৈশিষ্ট্য হল তারা ফল বা সবজি দিয়ে নিখুঁতভাবে শিল্পকর্ম করে থাকে যেটা এক ধরনের বিশেষ ছুরির মাধ্যমে করা হয়।
     ম্যানহোলের ঢাকনা !
     ম্যানহোলের ঢাকনা !ম্যানহোলের ঢাকনা !
    ছবিটির দিকে ভাল করে লক্ষ্য করুন, কি দেখতে পাচ্ছেন ? ভাবছেন কোন শিল্পকর্ম ? 
    এটি আসলে একটি ম্যানহোলে

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad