সুখী দম্পতিরা ঘুমাতে যাওয়ার আগে যে ১১টি কাজ করেন | Happy couples did 11 jobs before going to bed
ঘুমাতে যাওয়ার আগে সুখী দম্পতিরা যে ১১টি কাজ করেন
বর্তমান সময় সম্পর্কে ফাটল, বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে অহরহ। সুখী দাম্পত্য জীবন আমাদের সকলের কাম্য, যা নির্ভর করে ছোট ছোট কিছু বিষয়ের উপর। ঘুমাতে যাওয়ার আগে সুখী দম্পতিরা করেন এমন ১১টি কাজ নিয়েই আজকের আয়োজন। সবশেষে বোনাসটি মিস করবেন না! চলুন জেনে নেওয়া যাক-
১. ফোন অফ বা সাইলেন্ট মুডে রেখে দূরে সরিয়ে রাখেন।
২. কাজের চাপ ও কাজের টেনশন ভুল যান বা মাথা থেকে ঝেড়ে ফেলেন।
৩. একসাথে ঘুমাতে যান।
৪. রুটিন মেনে চলেন।
৫. একে অপরের মনের কথা বলেন।
৬. তর্ক বা রাগ থেকে দূরে থাকেন।
৭. শিশুদের আলাদা রুমে শোয়ার ব্যবস্থা করেন।
৮. পোষা প্রাণীদের শোবার ঘরে প্রবেশ করতে দেন না।
৯. মদ্যপান ও ধূমপান থেকে বিরত থাকেন।
১০. একে অপরকে ম্যাসেজ করে দেন।
১১. জড়িয়ে ধরতে ও চুমু খেতে ভুলেন না।
বোনাসঃ এটি আপনাদের বিনোদন দিবে আশা করি। তবে উপরের ১০টি নিয়ম মেনে চলার চেষ্টা করুন। সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক সবার দাম্পত্য জীবন।
চিন্তা ও বাস্তবতার মধ্যে যখন ব্যাপক পার্থক্য!
কেমন লাগলো এই আয়োজন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না...
No comments