• Breaking News

    যারা সল্পতে বিশ্বাসী এবং সহজে বিস্মিত হয় না তাদের জন্য কিছু অজানা তথ্যগুলো Some unknown information for those who are little believer

    যারা সহজে বিস্মিত হয় না তাদের জন্য আজকের এই অজানা তথ্যগুলো


    যারা সল্পতে বিশ্বাসী এবং সহজে বিস্মিত হয় না তাদের জন্য কিছু অজানা তথ্যগুলো
    যারা সহজে বিস্মিত হয় না তাদের জন্য আজকের এই অজানা তথ্যগুলো
    বিগ ব্যাঙের পর থেকে অগণিতবার বিস্ময়কর নানা কর্মকাণ্ড ঘটেছে। এবং এখন পর্যন্ত ঘটেই চলেছে। আজ আপনাদের জন্য আমরা এমন কিছু তথ্য হাজির করেছি যা কম বিস্মিত হওয়া মানুষকেও বিস্মিত করে দিবে। চলুন জেনে আসি এই অজানা তথ্যগুলো।

    যারা সল্পতে বিশ্বাসী এবং সহজে বিস্মিত হয় না তাদের জন্য কিছু অজানা তথ্যগুলো
    ১। অ্যাডলফ হিটলারের ভাইপো উইলিয়াম অ্যাডলফ হিটলার আমেরিকান নেভির নার্স ছিলেন। প্রেসিডেন্ট রুজভেল্ট তাকে কাজের অনুমতি প্রদান করেন।
    ২। বয়কট শব্দটি আসলে একজন ব্যক্তির নাম থেকে এসেছে। চার্লস বয়কট শ্রমিক অধিকার আন্দোলন সমর্থন করতেন না। তাই তার প্রতিবেশী ও অন্যান্যরা তার সাথে চলাফেরা বন্ধ করে দেয়। এমনকি দোকানিরাও তার কাছে কিছু বিক্রি করত না। সেই থেকে বয়কট মানে বর্জন শব্দের প্রচলন।
    ৩। হাড়ের বৃদ্ধি বন্ধ হওয়ার আগ পর্যন্ত শিশুরা খাবারে মিষ্টি স্বাদ কম পায়। তাই তারা যেকোনো কিছুতে অতিরিক্ত চিনিযোগ করে খেতে চায়। এটা তাদের কাছে সুস্বাদু মনে হয়।
    ৪। আমেরিকান সরকারের নির্দেশ অনুযায়ী সিনেমায় দেখানো ডলারের আকৃতি হবে আসল ডলারের ৭৫% ছোট কিংবা ১৫০% বড়। এবং অবশ্যই এই ডলার এক রঙা এবং এক দিকে ছাপা হবে।
    যারা সল্পতে বিশ্বাসী এবং সহজে বিস্মিত হয় না তাদের জন্য কিছু অজানা তথ্যগুলো
    ৫। মানুষের লালায় একটি প্রাকৃতিক নেশাদ্রব থাকে যার নাম অপ্রিওপিন এবং এটা মরফিনের চেয়ে ছয় গুণ বেশি কার্যকর।
    ৬। বর্তমানে আমাদের জানা পদার্থ বিদ্যার সূত্রগুলো কেবলমাত্র ৪ শতাংশ বাস্তব পদার্থের জন্য প্রযোজ্য। বাকি ৯৬ শতাংশ কালো পদার্থ কিংবা অদৃশ্য পদার্থ বা শক্তি সম্বন্ধে আমাদের কোন ধারণা নেই।

    যারা সল্পতে বিশ্বাসী এবং সহজে বিস্মিত হয় না তাদের জন্য কিছু অজানা তথ্যগুলো
    ৭। আমাদের পেট ও এসোপাগাস নার্ভ টিস্যু দ্বারা আবৃত। বিজ্ঞানীরা একে আমাদের দ্বিতীয় মস্তিষ্ক বলে থাকে যা আমাদের অনুভূতি ও মানসিকতা নির্ধারণ করে।
    ৮। এম১০০ গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৫৫ মিলিয়ন আলোকবর্ষ দূরে। এর মানে হল কেউ ওই গ্রহ থেকে আমাদের দেখছে মানে তারা ডাইনোসরের বিলীন হয়ে যাওয়ার সময়ে তাকিয়েছিল
    ৯। ভ্যাটিকানে অপরাধের মাত্রা পৃথিবীর যেকোনো জায়গার থেকে বেশি। প্রতি বছর এখানে গড়প্রতি একটি অপরাধ সংগঠিত হয় এবং বেশিরভাগই সমাধান হয় না। ২০০৭ সালে এই হার ছিল মাথাপিছু ১.৫।

    যারা সল্পতে বিশ্বাসী এবং সহজে বিস্মিত হয় না তাদের জন্য কিছু অজানা তথ্যগুলো
    ১০। বিজ্ঞানীরা মনে করে কোন প্রাণীর মোট আয়ু হল তার হৃদপিণ্ড কর্তৃক স্পন্দিত এক বিলিয়ন বিটের সময়ের সমান। কিন্তু মানুষই একমাত্র যে ঔষধ ও আবিষ্কার দিয়ে নিজের আয়ু বাড়াতে সক্ষম হয়েছে।
    ১১। মানুষ ভাবে ঘরের বেশিরভাগ নোংরা আমাদের মরা কোষের ফলে সৃষ্টি হয়। এটা একটা কুসংস্কার ছাড়া কিছুই না। আসলে ঘর নোংরা হয় আমাদের বাইরে থেকে ঘরে ধুলোবালি নিয়ে আসার জন্যই।
    ১২। অ্যাভোকাডো গাছে থাকলে পেকে যায় না। তাই কৃষকরা এটা গাছে অনেকদিন রেখে দেয় এবং প্রায় সাত মাস পূর্বেই বিক্রি করে দেয়।
    ১৩। বিজ্ঞানীরা পরীক্ষায় বের করেছেন অবশিষ্ট পেঙ্গুইন্দের বংশধররা প্রায় ৫ ফুট ৯ ইঞ্চি লম্বা ছিল এবং তাদের ওজন ছিল ২২০ পাউন্ড।
    যারা সল্পতে বিশ্বাসী এবং সহজে বিস্মিত হয় না তাদের জন্য কিছু অজানা তথ্যগুলো
    ১৪। প্রিঙ্গলস চিপসের মালিকের একটি অদ্ভুত উইল ছিল। তিনি প্রিঙ্গলস চিপসের প্যাকেজের মধ্যে সমাহিত হতে চেয়েছিলেন এবং তাকে বিশাল সাইজের একটা প্রিঙ্গলস চিপসের প্যাকেটে সমাহিত করা হয়।
    ১৫। - ৪০ ডিগ্রি সেলসিয়াস= - ৪০ ডিগ্রি ফারেনহাইট। ( যেহেতু ১ ডিগ্রি ফারেনহাইট = ১.৮ * ১ ডিগ্রি সেলসিয়াস + ৩২ )।

    যারা সল্পতে বিশ্বাসী এবং সহজে বিস্মিত হয় না তাদের জন্য কিছু অজানা তথ্যগুলো
    ১৬। কুকুর ও বিড়ালের মানুষের প্রতি অ্যালার্জি থাকতে পারে।
    ১৭। ভেলোসিরাপ্টরস ডাইনোসরদের আকৃতি ছিল টার্কির সমান।
    ১৮। নাস্তাকে দিনের প্রধান খাদ্য হিসেবে প্রথম প্রচার করেছিল এক কর্নফ্লেক্সস নির্মাতা প্রতিষ্ঠান ১৯৪৪ সালে।
    যারা সল্পতে বিশ্বাসী এবং সহজে বিস্মিত হয় না তাদের জন্য কিছু অজানা তথ্যগুলো
    ১৯। ২০৫০ সাল নাগাদ পৃথিবী থেকে চকলেট বিলুপ্ত হয়ে যাবে। কেননা বর্তমানে চকলেট গাছের সংখ্যা অতিমাত্রায় কমে যাচ্ছে। পরিবেশ পরিবর্তনকে এই জন্য ধন্যবাদ দেয়া যায়।
    ২০। অফিসিয়ালি আন্তর্জাতিক বিচারক মণ্ডলীর সংখ্যা ১২। কেননা বাইবেলে ১২ জন যীশুর অনুরাগীর কথা উল্লেখ করা হয়েছে।

    যারা সল্পতে বিশ্বাসী এবং সহজে বিস্মিত হয় না তাদের জন্য কিছু অজানা তথ্যগুলো
    ২১। ১৮৯৮ সালে আমেরিকার এক লেখক ‘ফুটিলিটি’ নামে এক উপন্যাস লিখেন। এখানে তিনি একটি জাহাজের উল্লেখ করেন যার নাম টাইটান এবং তখনকার সময়ের সবচেয়ে বড় জাহাজ ছিল এটা। উপন্যাসে উল্লেখ করা হয় জাহাজটি কখনোই ডুববে না কিন্তু জাহাজটি ডুবে যায় এবং এটাই যথেষ্ট লাইফবোট ছিল না। ঠিক এমনটি বাস্তবে ঘটে টাইটানিকের সাথে প্রায় ১৪ বছর পরে।
    ২২। উইকিপিডিয়ার মোট ইংরেজি ভাষার পরিমাণ (ছবি ও ভিডিও বাদে) ১৪ জিবি।

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad