নাপিতেরা জানে তাদের মক্কেলরা কি চায়! The man knows what his client wants!
নাপিতেরা জানে তাদের মক্কেলরা কি চায়!
আমরা আপনাদের সাথে সবচেয়ে মজার বিষয়গুলো শেয়ার করতে চাই। সেই ধারাবাহিকতায় আমরা আজ এমন কিছু মক্কেলের গল্প বলবো যারা তাদের নাপিতের কাছে যা আবদার করেছে তাই পেয়েছে।
নাপিতেরা জানে তাদের মক্কেলরা কি চায়! The man knows what his client wants!
কে জিতেছে জানাতে ভুলবেন না!
১। সুপারহিরোঃ
-আপনি কেমন স্টাইল চান।
-আমার মাঝে একটা সুপারহিরো বাস করে।
-ব্যাটম্যান?
২ঃ লেগো পাগলাঃ
-কেমন করে কাটবো চুল?
-প্রেমিকা লেগো ভালবাসে।
-আর বলতে হবে না।
৩। তুষারপাত
-কি রকম করে কাটবো স্যার?
-শীতের তুষারপাত দেখেছেন কখনো? ছাদ বেয়ে নেমে আসা স্রোত?
-পছন্দ আপনার ভালোই স্যার।
৪। 'আইস এইজ' সিনেমার পাগলঃ
-কি রকম হেয়ার কাট চান?
-'আইস এইজে'র সেই পাগলা কাঠবেড়ালির কথা মনে আছে? সে যেটার পেছনে ছুটে বেড়াতো?
-বুঝে গেছি স্যার।
৫। ইমোজি পাগলাঃ
-কিভাবে কাটবো স্যার?
-যেকোন ধরণের মজার ইমোজি কেমন হয়?
-আর বলতে হবে না স্যার
৬। শনি আক্রান্ত!
-কেমন করে কাটবো চুল?
-শনি আমার পিছু ছাড়ছে না। আমাকে বাচান।
-ঠিক আছে স্যার। শনি গ্রহ কেমন হয়?
৭। গর্বিত কোন প্রাণীঃ
-কেমন হেয়ার স্টাইল দিবো স্যার?
-গর্বিত কোন প্রাণীর মত সাজিয়ে দিন আমায়।
-আপনার মর্জি।
৮ঃ তিনচোখা নারীঃ
-ম্যাম, কিভাবে কাটবো?
-আমি চাইনা কেউ আমার পিছু নিক।
-আচ্ছা ম্যাম।
৯। দুই সত্তার অধিকারীঃ
-কেমন চুলের স্টাইল চান?
-আমার দুই সত্তা যেনো প্রকাশ পায়।
-আচ্ছা স্যার।
১০। বয়স্ক বাচ্চাঃ
-হ্যালো বাবু, কেমন করে কাটবো?
-আমি বড় হয়েছি, বাবু ডাকবেন না। বড়দের মত কেটে দিন।
-আচ্ছা।
১১। বাস্কেটবলপ্রেমীঃ
-কিভাবে কেটে দিবো?
-আমি বাস্কেটবল ভালবাসি, তাই...
-হে হে হে বুঝে গেছি।
১২। তিন নাম্বার পাপড়িঃ
-কেমন করে কেটে দিবো স্যার?
-কিছুই না, শুধু চোখের উপর আরেকটা পাপড়ি বানিয়ে দিন।
-অকে স্যার।
No comments