• Breaking News

    Small strategies can save your life a lot of time! ছোট এই কৌশলগুলো অনেক সময় বাঁচিয়ে দিতে পারে আপনার প্রাণ!

    ছোট এই কৌশলগুলো অনেক সময় বাঁচিয়ে দিতে পারে আপনার প্রাণ!

    ছোট এই কৌশলগুলো অনেক সময় বাঁচিয়ে দিতে পারে আপনার প্রাণ!ছোট এই কৌশলগুলো অনেক সময় বাঁচিয়ে দিতে পারে আপনার প্রাণ!
    Small strategies can save your life a lot of time! ছোট এই কৌশলগুলো অনেক সময় বাঁচিয়ে দিতে পারে আপনার প্রাণ! 
    প্রত্যেক মানুষের নিজস্ব কিছু প্রতিভা রয়েছে। এমন কিছু শিক্ষণীয় জিনিস আছে যা আমাদের জীবনের জন্যখুব গুরুত্বপূর্ণ।আজ আপনাদের তেমনই কিছু দক্ষতা সম্পর্কে জানাবো যা আমাদেরকে ছোট ছোট অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে।
    ১১. প্লাম্বিং এবং ইলেকট্রিকের কাজ 
    প্লাম্বিং এবং ইলেকট্রিকের কাজ প্লাম্বিং এবং ইলেকট্রিকের কাজ 
    প্লাম্বিং এবং ইলেকট্রিকের সমস্যা দৈনন্দিনের সমস্যা, তবে এতে সাবধানী হতে হবে, একটু থেকে একটু হলেই বড় ধরণের বিপদের পড়ার আশংকা থাকে। 

    ১০. ছোট খাট রিপেয়ার শিখে নিন 
    ছোট খাট রিপেয়ার শিখে নিন ছোট খাট রিপেয়ার শিখে নিন 
    খুব ছোট খাট কিছুর জন্য না আপনি পারবেন মিস্ত্রী আনতে বা কখনো মিস্ত্রী আসার সুযোগ না থাকলে আপনাকে বসেই থাকতে হবে, এর চেয়ে ভাল ছোট খাট কাজ গুলো নিজেই শিখে নিন। 

    ৯. চলার পথে কুকুরের কবল থেকে বাঁচার উপায় 
    চলার পথে কুকুরের কবল থেকে বাঁচার উপায় চলার পথে কুকুরের কবল থেকে বাঁচার উপায় 
    কুকুর দেখলেই যদি আপনার ভয় লাগে, কিংবা পাগলাটে ধরণের কুকুরের কবলে পড়ে যান সেই ক্ষেত্রে ঘাবড়ে গেলে বিপদে পড়ে যাবেন, এই অবস্থায় আপনাকে বাচতে হলে কুকুর যদি সাইজে ছোট হয় তবে পাথর কিংবা হাতে কিছু  রাখুন আস্তে আস্তে হেঁটে যান কাছে আসার বা আক্রমনের চেষ্টা করলে পাথর দিয়ে আঘাতের অভিনয় করুন ছোট কুকুর এতে পালাবে। এতেও যদি না হয় কামড়াবেই মনে হচ্ছে হাতে যা থাকবে ধরুন ব্যাগ বা কাপড় এ কামড়াতে দিন এবং কামড়ের সাথে সাথে তার নাক বরাবর সজোরে লাথি দিন কুকুর পালাবে।  

    ৮ . গিট দেয়া
    Tying knotsTying Knots
    বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতির জন্য গিঁট দেয়ার ব্যবহার জানতে হবে। যেমন আপনি যখনভারী কোনো কিছু তুলতে যাবেন অথবা মাছ ধরতে যাবেন তখন এই গিঁট দেওয়া রশির প্রয়োজন পড়বে।

    ৭ .বিষাক্ত মাশরুম চেনা
    Identifying edible mushrooms from poisonous onesIdentifying Edible Mushrooms From Poisonous Ones
    কিছু কিছু ক্ষতিকর মাশরুম আছে যা স্পর্শ করলেও আপনার ক্ষতি হতে পারে।মিউকাস থাকে বলে যখন আপনি এটি স্পর্শ করবেন তখন লাল লাল ফুসকুড়ি হতে পারে।

    ৬ . খাবার গলায় আটকে যাওয়া 
    Knowing the Heimlich maneuverKnowing The Heimlich Maneuver
    যখন কারো গলায় খাবার আটকে যায়, তখন পিছন থেকে জড়িয়ে ধরে পেটেহালকা চাপ দিতে হয়। এটি জানলে আপনি যে কারো জীবন বাঁচাতে পারবেন।

    ৫ . জরুরি জিনিস কাছে রাখা
    Finding your bearings in the woodsFinding Your Bearings In The Woods
    যদি আপনি এসব কাজ করতে পারেন তাহলে আপনাকে দেয়ালে ছবিলাগানোর জন্য, দেয়াল ফুটো করার জন্য আলাদা মানুষকে ডাকতে হবে না।

    ৪ . কিভাবে টাকা জমিয়ে রাখা যায়
    কিভাবে টাকা জমিয়ে রাখা যায়কিভাবে টাকা জমিয়ে রাখা যায়
    যখন আপনি উপার্জন করবেন তখন আপনাকে খুঁজে বের করতে হবে কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি আপনার টাকা জমিয়ে রাখতে পারবেন।

    ৩ . ছুটির আগাম প্রস্তুতি
     Planning your vacation in advancePlanning Your Vacation In Advance
    পরিকল্পনা আপনার ছুটির দিনগুলো সুন্দরভাবে কাটাতে সাহায্য করবে। তাই ছুটিরসময়ে কি কি করবেন আর কোথায় যাবেন তা আগে থেকেই তালিকা করে রাখুন।

    ২ . জ্যাক সাথে রাখুন
    Using a jackUsing A Jack
    আপনার গাড়ির চাকা ছিদ্র হয়ে যায় আর আপনি যদি জ্যাক ব্যবহার করতে জানেনতাহলে সহজেই গাড়ির চাকা পরিবর্তন করতে পারবেন।

    ১. জরুরী অবস্থায় নিজেকে নিরাপদ রাখুন
    Protecting yourself on a plane in an emergencyProtecting Yourself On A Plane In An Emergency
    যদি কখনো বিমান দূর্ঘটনার কবলে পড়ে তখন আপনার উচিত সামনে দিকে অগ্রসর হয়ে সিটের উপর হাত রেখে ঝুঁকে থাকা।এটি বেশী নিরাপদজনক। মাথা নিচু করে পা ধরে রাখলে আপনার ঘাড় এবং মাথায় বড় ধরণের ইনজুরিতে পড়তে পারেন !

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad